ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আমরা মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি। পুলিশ ও কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি।  তিনি বলেন, যুদ্ধ কতদিন চলে আমরা জানি না। কিন্তু সীমান্ত পার হয়ে কাউকে আসতে দেব না। বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।


রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব তথ্য জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলমান গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য।


তিনি বলেন, মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলির মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৪ জন সদস্যকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে তারা এদের নিয়ে যান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। যুদ্ধও চাই না। আমাদের প্রধানমন্ত্রী সবসময় সেই নির্দেশনা দিয়ে থাকেন। তবে আমরা সবসময় তৈরি আছি।

ads

Our Facebook Page